ইনসাইড বাংলাদেশ

হামলায় জড়িত থেকেই বিচারের দাবিতে ফেসবুকে স্ট্যাটাস দেন বনি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2019


Thumbnail

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফিরোজ আনামের উপর হামলার ঘটনায় ফেসবুকে দোষীদের শাস্তি চাই বলে স্ট্যাটাস দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী অনিক মাহমুদ। হামলার ঘটনায় জড়িত থাকায় আজ ভোরে অনিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মতিহার থানা পুলিশ।

গেলো শুক্রবার সন্ধ্যায় ফিরোজের কাছ থেকে ছিনতাইকালে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত ও ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এই ঘটনায় অনিক মাহমুদ বনি নিজের স্ট্যাটাসে লিখেছিলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ফিরোজ আনামের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

শিক্ষার্থী ফিরোজ আনাম গুরুতর জখম হওয়ার পর থেকেই ক্যাম্পাসে নিরাপত্তা ও ঠিনতাইকারীদের গ্রেফতারের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। হামলাকারীদের শাস্তি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানান সারাদেশের মানুষ।

এরপর সেই ছিনতাই ও হামলার ঘটনায় জড়িত বনিসহ মোস্তাফিজুর রহমান মিঠু নামে রাজশাহী কলেজ ছাত্রলীগের এক কর্মীকে আজ রোববার গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ।

এর আগে ২০১৭ সালে ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগ থেকে বহিষ্কার হয়েছিলেন অনিক মাহমুদ বনি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, হামলায় আহত শিক্ষার্থী ফিরোজ আনাম গ্রেপ্তারকৃতদের শনাক্ত করেছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকারও করেছে তারা।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭