ইনসাইড বাংলাদেশ

বহিস্কার করা হয়নি যুবলীগ চেয়ারম্যানকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/10/2019


Thumbnail

দুর্নীতিতে জড়িত থাকার কারণে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। অনেকেই এই তথ্যকে ‘বহিস্কার’ বলেছেন। তাকে অব্যাহতি দিয়েছে চেয়ারম্যানের দায়িত্ব থেকে।

আজ রবিবার গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগ নেতাদের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যুবলীগ নেতারা হাজারো অভিযোগ করেন চেয়ারম্যানের বিরুদ্ধে। অব্যাহতি পাওয়া যুবলীগ চেয়ারম্যানের বর্তমান বয়স ৭১ বছর। তাছাড়া নেতারা নানা অভিযোগ আনেন তার বিরুদ্ধে। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি জনগণের নজর থেকে দূরে রয়েছেন।

প্রধানমন্ত্রী তাকে অব্যাহতি দেওয়ার আগেও কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ যুবলীগ নেতৃবৃন্দকে জানান। বহিস্কার আদেশ দেওয়ার পর প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে তালি দিয়ে স্বাগত জানান যুবলীগ নেতৃবৃন্দ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭