ওয়ার্ল্ড ইনসাইড

কানাডায় পুনরায় নির্বাচিত ট্রুডো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2019


Thumbnail

কানাডায় সাধারণ নির্বাচনে দেশটির পার্লামেন্ট হাউস অব কমন্সে ক্ষমতাসীন লিবারেল পার্টি জয়ী হয়ে আবারও সরকার গঠন করেছে। তবে গত নির্বাচনের মতো পার্লামেন্টে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকারের একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না এবার।

গতকাল স্থানীয় সময় সোমবার (২১ অক্টোবর) ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলের ভিত্তিতে লিবারেল পার্টির জয় নিশ্চিত হয়। ভোটগ্রহণ শেষ হতেই জাস্টিন ট্রুডো এবং তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির অ্যান্ড্রু শিয়ারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিলো। পরে কম ব্যবধানেই বিজয়ী দল এগিয়ে যায়। তেমনটাই জানিয়েছে রয়টার্স।

উল্লেখ্য, ২০১৫ সালে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করেন ট্রুডো। তখন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, কানাডাকে শরণার্থীবান্ধব করা, রাষ্ট্রীয় সিদ্ধান্তে স্বচ্ছতা আনার পাশপাশি বেশকিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশটির নাগরিকদের। এই নারীবাদী তরুণ নেতা তার যুগোপযোগী নানা কর্মকাণ্ডের জন্য গণতান্ত্রিক নেতা হিসেবেও জনপ্রিয় হন। তবে ক্ষমতার মেয়াদের শেষের দিকে এসে বিতর্কে জড়িয়ে বেশ কিছুটা সুনাম হারালেও আবার নির্বাচনে জয়ী হলেন তিনি।

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭