ইনসাইড বাংলাদেশ

সেতু বিভাগ, পাট ও পিএসসিতে নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2019


Thumbnail

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় (পিএসসি), সেতু বিভাগ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়। আদেশে দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে পিএসসি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পদায়ন করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের (পিএসসি) সচিব হয়েছেন। পিএসসির সচিব ওএন সিদ্দীকা খানমকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে সেতু বিভাগের সচিব করা হয়েছে। সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ইতিমধ্যে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) লোকমান হোসেন মিয়া।

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭