ইনসাইড গ্রাউন্ড

ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ পাপনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/10/2019


Thumbnail

ক্রিকেটারদের ১১ দফা দাবির বিপরীতে আজ সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে ক্ষুদ্ধ সভাপতি সাংবাদিকদের সামনে ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয় তুলে ধরেন কিছুটা বেপরোয়াভাবে। ক্রিকেটারদের ক্রিকেটীয় সমস্যা সমাধানের পাশাপাশি ব্যক্তিগত সমস্যার সমাধান করে থাকেন বলেও জানান পাপন।

এ সময় ক্রিকেটারদের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন বিসিবি প্রধান। একই সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনকে টেনে আনেন তিনি। বিভিন্ন সময় ক্রিকেটারদের পরিবারকে সাহায্য করার কথাও বলেন পাপন। ক্রিকেটারদের প্রচুর সুযোগ সুবিধা দেন দাবি করে রাগ ঝাড়েন নাজমুল হাসান। মুশফিক-মিরাজদের আচরণ তাকে হতাশ করেছে বলেও জানান তিনি।

সেটিও বিস্তারিত জানালেন নাজমুল, ‘কার ভাইকে এসপি-ডিসি মেরেছে, রাতে সেই এসপিকে ফোন দিয়ে ব্যবস্থা নিতে হয়েছে। এক খেলোয়াড়কে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। বলছে, মেরে ফেলবে! বিদেশ থেকে এসব থামাতে হয়। কার মামার জমি দখল করে নিয়ে গেছে উত্তরায়, সেটি উদ্ধার করতে হয়েছে। মুশফিকের বাবা, মিরাজের খালা...কোন গ্রামে কাকে মেরেছে, সেটার সমাধান আমাকে করতে হয় বিদেশ থেকে। এগুলো (দাবিদাওয়া) আমার কাছে ধাক্কা।’

‘মাননীয় প্রধানমন্ত্রী ওদের বাচ্চাদের কোলে নিয়ে হাঁটে’—এমনটাও জানালেন বিসিবি সভাপতি। ক্রিকেটারদের এই দাবিদাওয়ার পর যে সমালোচনায় পড়েছে বিসিবি, তাতে ভীষণ বিরক্ত নাজমুল, ‘সংবাদমাধ্যমে কিংবা বিভিন্ন জায়গায় দেখে মনে হচ্ছে, ওদের আমরা শেষ করে দিয়েছি!’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭