ইনসাইড বাংলাদেশ

বিনা বিচারে বন্দিদের জামিন নয় কেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/02/2017


Thumbnail

দীর্ঘদিন ধরে বিভিন্ন কারাগারে বিনা বিচারে বন্দি আটজনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস বিনা বিচারে বন্দি আটজনের তথ্য উপস্থাপনের পর এই হাইকোর্ট রুল জারি করেন।

বিনা বিচারে বন্দিরা হলেন- সাব্বির আহমেদ দুলাল, সাইফুল আলম বেলাল, আসাদুর, অসীম হালদার, মোহাম্মদ তকদির মিয়া, সাজু মিয়া ও মোহাম্মদ জালাল।

মামলার বিবরণ থেকে জানা যায়, বিভিন্ন মামলায় এসব বন্দি ১০ বছরের বেশি সময় ধরে দেশের বিভিন্ন কারাগারে বন্দি আছেন।


বাংলা ইনসাইডার/আরএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭