ইনসাইড বাংলাদেশ

রাজশাহী-পার্বতীপুর স্পেশাল ট্রেন চালু ২২ জুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2017


Thumbnail

রাজশাহী ও দিনাজপুরের পার্বতীপুরের স্পেশাল ট্রেন ২২ জুন থেকে থেকে ২৫ জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এই ট্রেনের টিকিটও আজ থেকে বিক্রি শুরু হয়েছে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কমলাপুর রেলস্টেশনে টিকিট বিক্রি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী একথা জানান।

এ সময় মুজিবুল হক বলেন, এবার ঈদে যে সাতজোড়া বিশেষ ট্রেন চলবে তার মধ্যে রাজশাহী ও পার্বতীপুরের ট্রেন ২৩ জুনের পরিবর্তে ২২ জুন থেকে চলা শুরু করবে। স্পেশাল ট্রেনগুলো ২৫ জুন পর্যন্ত ঢাকা থেকে যাত্রী নেবে আর ফেরত আনবে ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত।

তিনি আরও বলেন, যাত্রীরা যাতে আরামে বাড়িতে গিয়ে ঈদ করতে পারেন সেজন্য এ বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবার ২৩টি টিকিট কাউন্টার খোলা হয়েছে যার মধ্যে ২টি মহিলা কাউন্টার। কালোবাজারি রোধে জিআরপি, আরএনবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।

আগে এ দুটি স্পেশাল ট্রেন ঈদপূর্ব ৩ দিন চলার ঘোষণা দেয়া হয়েছিল।


বাংলা ইনসাইডার/আরএস/টিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭