ইনসাইড বাংলাদেশ

দেশের নৌ-পথের উন্নয়নে লাভ দক্ষিণ-পূর্ব এশিয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2017


Thumbnail

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ নদীপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল, ভুটান এবং চীনসহ দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে।

আজ মঙ্গলবার বিশ্ব ব্যাংকের কর্মসূচি বিষয়ে একটি আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী এ কথা বলেন।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সরকার বাংলাদেশের ৬৫টি নদীর অভ্যন্তরীণ নদীর নৌ পথের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ইতোমধ্যে ১২টি নদীতে অভ্যন্তরীণ নৌযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশ্ব ব্যাংক কাজ করছে। এই কর্মসূচি সফল হলে ৫৩টি নৌরুটে যাত্রী পরিবহণসহ মালামাল পরিবহণের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ‘আনলকিং দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অব ওয়াটার ওয়ে’ শীর্ষক এই কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ব ব্যংকের বাংলাদেশস্থ ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পারালকার। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমাস এন্ড ইন্ডাষ্ট্রিজ (এফবিসিসিআই)’র সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।

দিন ব্যাপী কর্মশালায় জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের শতাধিক বিশেজ্ঞ ব্যক্তি অংশ গ্রহণ করেন।


বাংলা ইনসাইডার/আরএস/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭