ইনসাইড বাংলাদেশ

পাহাড় ধসে চার সেনাসহ ৪৭ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2017


Thumbnail

রাঙামাটি শহর ও বিভিন্ন উপজেলায় প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে চার সেনা সদস্যসহ কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। 

রাঙামাটি সদরে দুই সেনা কর্মকর্তা ও দুই সেনাসহ ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাকি ২৭ জন বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের ঘটনায় নিহত হন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান আজ মঙ্গলবার বিকেলে এই খবর নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক বলেন, রাঙামাটি মানিকছড়ি সেনা ক্যাম্পের সামনে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়ক যান চলাচল স্বাভাবিক করতে গিয়ে ক্যাম্পের পাহাড় ধসে চার সেনা সদস্যরা নিহত হয়েছেন। সকালে শহরের যুব উন্নয়ন, ভেদভেদী, শিমুলতলি, রাঙাপানিসহ বিভিন্ন এলাকা থেকে পাহাড় ধসের খবর আসতে থাকে। পরে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকা থেকে রাঙামাটি সদর হাসপাতালে হতাহতদের আনা হয়।

রাঙামাটি জেলার সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার বলেন, সদর হাসপাতালে ১৭ টি মৃতদেহ আছে। এর মধ্য ১৫ জনকে মৃত্যু অবস্থায় আনা হয় এবং দুজন চিকিৎসাধীন আবস্থায় মারা যান।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭