ওয়ার্ল্ড ইনসাইড

কেনিয়ায় ভবন ধসে নিখোঁজ ১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2017


Thumbnail

কেনিয়ার রাজধানী নাইরোবিতে সোমবার রাতে একটি সাততলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন বাসিন্দা নিখোঁজ রয়েছেন। ঘটনার পরই কেনিয়া রেড ক্রস এক টুইটার বার্তায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে। 


ভবনটির দেয়ালে ফাটল থাকায় সেটিকে আগেই পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছিল। সেখানে একশর মত মানুষ ছিল, ভিতরে অনেকেই আটকা পড়েছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কেনিয়ার পত্রিকা স্টার জানিয়েছে ভবন ধসের আগে সেখান থেকে অন্তত কয়েক ডজন মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।

বেশ কয়েক বছর ধরেই কেনিয়ায় ভবন ধসের ঘটনা ঘটছে। নিম্ন আয়ের কেনীয়রা কম টাকায় এসব ঝুকিপূর্ণ ভবন ও বস্তিতে বসবাস করে আসছেন। এর আগে নাইরোবিতে ২০১৭ সালে ভারী বৃষ্টিতে একটি ভবন ধ্বসে ৪৯ জন এবং ২০১৬ সালে একটি ছয়তলা ভবন ধ্বসে ৫২ জন মারা যায়।

 

বাংলা ইনসাইডার/এএন

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭