ওয়ার্ল্ড ইনসাইড

রাশিয়ায় বিরোধীদলীয় নেতাকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2017


Thumbnail

রাশিয়ায় বিরোধিদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত। এর আগে সোমবার তাঁকে মস্কোর বাড়ি থেকে আটক করে পুলিশ।

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সভা এবং বিক্ষোভ করার অভিযোগে তাঁকে আটক করা হয়। সোমবার নাভালনির আইনজীবী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের আবেদন জানালে কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

মস্কোয় দূর্নীতিবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছিলেন নাভালনি। তবে এর আগেই তাঁকে গ্রেপ্তার করে কারাদন্ড দেওয়া হলো

নাভালনি আটক হওয়ার পর রাশিয়ার বেশ কয়েকটি শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। এসব বিক্ষোভ থেকে অন্তত ৫০০ ব্যক্তিকে আটক করেছে পুলিশ

৪১ বছর বয়সী নাভালনি আগামী বছর অনুষ্ঠেয় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ধারণা করা হয়।

 

বাংলা ইনসাইডার/এএন

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭