ওয়ার্ল্ড ইনসাইড

আমেরিকায় নিষিদ্ধ ভেনেজুয়েলার ভাইস-প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/02/2017


Thumbnail

ভেনেজুয়েলার ভাইস-প্রেসিডেন্ট তারেক আল-আইসামির উপর যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করছে মার্কিন আদালত। মাদক চোরাচালানের অভিযোগে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রে তারেকের `বিশেষ ভূমিকা` রয়েছে বলে দাবি করেছে মার্কিন মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তারেকের সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী ব্যবসায়ী সামার্ক বেলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মার্কিন এই নিষেধাজ্ঞার ফলে তারেক ও বেলোর যুক্তরাষ্ট্রে থাকা তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

তারেক আকাশ ও জলপথে বিপুল পরিমাণ মাদক ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করান ও ভেনেজুয়েলার মাদক সম্রাট ওয়ালিদ মাকলেদকে অন্তত একবার অর্থ পরিশোধ করেছিলেন বলে মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে।

মার্কিন অর্থ দপ্তরের পরিচালক জন ই স্মিথ জানান, `কয়েক বছরের তদন্তের পর আমরা ওই নিষেধাজ্ঞার সিদ্ধান্তে পৌছাতে সক্ষম হয়েছি। ` মাদক চোরাচালান রোধে মার্কিন প্রসাশন যে শক্ত পদক্ষেপ নিচ্ছে, এই ঘটনাটি তারই সাক্ষ্য বহন করে বলে দাবি করেন তিনি।

প্রাথমিকভাবে ওই নিষেধাজ্ঞা সম্পর্কে বেলো ও তারেকের কোনও মন্তব্য পাওয়া না গেলেও এর আগে এমন অভিযোগের বিপরীতে তারা নিজেদের নির্দোষ বলে দাবি করেছিলেন।

উল্লেখ্য, গত মাসে তারেককে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এর আগে ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি অ্যারাগুয়া রাজ্যের গভর্নরসহ সরকারের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।


বাংলা ইনসাইডার/এসএফ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭