ইনসাইড বাংলাদেশ

পাহাড় ধসে তিন জেলায় ৮০ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2017


Thumbnail

 
গত কয়েক দিনের টানা বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে রাঙামাটিতে সেনা কর্মকর্তাসহ ৪৭ জন, বান্দরবানে ৬ জন এবং চট্টগ্রামে ২৭ জন মারা গেছেন। এখনো মাটির নিচে অনেকের লাশ চাপা পড়ে আছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সোমবার মধ্য রাতে থেকে আজ মঙ্গলবার পর্যন্ত প্রাণহানির এ ঘটনা ঘটেছে। নিহত সেনা সদস্যরা হলেন, মেজর মাহফুজুল হক, ক্যাপ্টেন তানভীর সালাম শান্ত, করপোরাল আজিজ, সৈনিক শাহীন। 

রাঙামাটি শহর ও বিভিন্ন উপজেলায় প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। জেলা প্রশাসক মোহাম্মদ মানজুরুল মান্নান বলেন, রাঙামাটি সদরে দুই সেনা কর্মকর্তা ও দুই সেনা সদস্যসহ ২০ জন, কাপ্তাইয়ে ১৩ জন ও কাউখালীতে ১২ জন, বিলাইছড়িতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রাঙামাটি সদর হাসপাতালে আহত ৫৬ জন ভর্তি রয়েছেন।

চট্টগ্রামের চন্দনাইশ ও রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় ধসে এক শিশুসহ ২৭ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন একজন। এর মধ্য রাঙ্গুনিয়েতেই নিহত হয়েছে, ১৯ জন। 


টানা বর্ষণে বান্দরবানের কালাঘাটা এলাকায় তিনটি স্থানে পাহাড় ধসে পড়েছে। এতে তিন শিশুসহ ছয়জন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুইন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বাংলা ইনসাইডার


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭