ইনসাইড হেলথ

ডাক্তারখানা: চোখের খুঁটিনাটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/10/2019


Thumbnail

‘একটা কথা আছে, মানুষের বডি আছে। বডি হ্যাজ অ্যা হার্ট, হার্ট হ্যাজ অ্যা ব্রেইন, ব্রেইন হ্যাজ অ্যা আই। অর্থাৎ চোখ না থাকলে মানুষের অন্যান্য ভাইটাল অর্গানগুলো ঠিকমতো পারফর্ম করতে পারে না।’ কথাগুলো বলেন চক্ষু বিশেষজ্ঞ ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক।

বাংলা ইনসাইডারের ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আয়োজন ‘ডাক্তার খানা’। অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শুক্রবার সকাল ১০ টায়। যেখানে খ্যাতিমান চিকিৎসকরা পরামর্শ দেন।

আজকের পর্বে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক। চেয়ারপারসন দ্বীন মোহাম্মদ আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার।

তিনি বলেন, ‘মানুষ দৃষ্টির মাধ্যমে একটা অবজেক্ট দেখে এবং সেই অবজেক্ট দেখার সমস্ত কাজকর্ম ব্রেনের মাধ্যমে হয়। চোখ হচ্ছে একটি ক্যামেরার মত। এই চোখের মাধ্যমে সমস্ত তথ্যগুলো আমরা ব্রেনে পাঠাই। ব্রেন সেগুলো প্রসেস করে। তারপর আমাদের আন্ডারস্টান্ডিংটা হয়। এজন্য চোখ হচ্ছে এমন একটি অর্গান যে সব অর্গান চালানোতেই সাহায্য করে।’

চোখের খুঁটিনাটি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। বিস্তারিত আলোচনা দেখুন ভিডিওতে...

ভিডিওটির ইউটিউব লিংক; ক্লিক করুন; চোখের খুঁটিনাটি

 


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭