ইনসাইড বাংলাদেশ

জনগনের প্রতি বিএনপির আস্থা নেই: নাসিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2017


Thumbnail

 
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের জনগনের প্রতি বিএনপির আস্থা নেই বলেই তারা বারবার সহায়ক সরকারের কথা বলছে। 

আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না, বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমানিত হয় তাদের জনগনের প্রতি আস্থা নেই। শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরিচালনা করবে নির্বাচন কমিশন।’

বিএনপিসহ নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে আগামী নির্বাচনের জন্য প্রস্তÍতি নেবার আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন বিকল্প নেই। একাদশ সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। তাই আন্দোলনের হুমকি না দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহন করুন। 

পরিদর্শন কালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাইনসাইডার


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭