ইনসাইড বাংলাদেশ

মাতৃভাষা দিবসের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/02/2017


Thumbnail

আসছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন তাদের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

আগামী ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ন’টায় মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হবে। সোমবার নিউ ইয়র্কে, মিশনের সচিব মো. নুরএলাহি মিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এই অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন স্বাগত ভাষণ দিবেন। এছাড়া শহীদ দিবসের বাণী পাঠ, ভাষা শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এরপর একুশের প্রথম প্রহরে মিশনের অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দেওয়া হবে।
মাতৃভাষা দিবসের এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সহ সবাইকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ স্থায়ী মিশন।


বাংলা ইনসাইডার/আরএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭