সোশ্যাল থট

‘সাকিব কত বড় বেয়াদব সেটা পরে দেখা যাবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/10/2019


Thumbnail

জুয়ারিদের কাছে থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা আইসিসির দুর্নীতি দমন কমিশন (আকসু) না জানানোয় ১৮ মাসের নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে সাকিব আল হাসানের মাথার উপর। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকার বিষয়টি এখন মিডিয়ায় সবচেয়ে আলোচিত।

জুয়াড়িদের নিকট থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি সাকিব শুরুতে আইসিসির দূর্নীতি দমন কমিশন না জানালেও বিষয়টি পরে স্বীকার করে ক্ষমা চেয়ে নেন সাকিব। ফলে আপিল করলেই ১৮ মাসের শাস্তিটা নেমে আসতে পারে ৬ মাসে। 

সাকিবের এই নিষেধাজ্ঞা নিয়ে এখন দেশের ক্রিকেটে তোলপাড়। তখনই কথা বললেন গণজাগরন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। ইমরান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,‘সাকিব কতো বেয়াদব, ওর আর কি কি দোষ আছে সেসব পরে দেখা যাবে। জাতি হিসেবে আমাদের এখন দায়িত্ব ঐক্যবদ্ধভাবে সাকিবের পাশে দাঁড়ানো।

ইমরান বলেন, গণমাধ্যম, বিসিবি, সরকার, জনগণ; সবার কর্তব্য সাকিবের কাঁধে হাত রেখে বলা ‘আমরা তোমার পাশে আছি সাকিব’। কেননা সাকিব এখন শুধু একজন ব্যক্তি নন। সাকিবের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের সম্মান। সাকিব মানেই বাংলাদেশ।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭