ইনসাইড গ্রাউন্ড

আইপিএল নিলামে ছয় বাংলাদেশি ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/02/2017


Thumbnail

চলতি বছরের এপ্রিল মাসে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর। তবে তার আগে ২০ ফেব্রুয়ারি হবে নিলাম। নিলামের এই তালিকায় রয়েছে বিভিন্ন দেশের ৩৫১ জন ক্রিকেটার যার মধ্যে অন্তর্ভুক্ত আছে বাংলাদেশী ছয় জন।

নিলাম তালিকায় অন্তর্ভুক্ত বাংলাদেশি ক্রিকেটাররা হলো-  তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মান, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ এবং এনামুল হক বিজয়। নিলামে তাদের ভিত্তি মূল্য ধরা হয়েছে ত্রিশ লাখ রুপি।

নিলামের প্রাথমিক তালিকার মোট ৭৯৯ জন ক্রিকেটার থেকে মূল তালিকা ৩৫১ কে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে বিভিন্ন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটার রয়েছেন ১২২ জন। ভারত, অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ছাড়াও আফগানিস্তান এবং আরব আমিরাতের ক্রিকেটারও এই তালিকায় স্থান করে নিয়েছে।

নিলামে ওঠা সকল ক্রিকেটার মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তি মূল্য ধরা হয়েছে মাত জন ক্রিকেটারের। তারা হলেন ভারতীয় ফাস্টবোলার ইশান্ত শর্মা, ইংল্যানন্ডের অলরাউন্ডার বেন স্টোকস, ক্রিস ওকস ও ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান, শ্রীলঙ্কার  অ্যাঞ্জেলো ম্যাথুজ, অস্ট্রেলিয়ান পেসার মিশেল জনসন ও প্যাট কামিন্স।

গত বছর আইপিএলের চ্যাম্পিয়ন দল সানরাইজার্স হায়দরাবাদে খেলেছিলেন মুস্তাফিজ। তাছাড়া সাকিব আল হাসান খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দলের জন্য দুজন ক্রিকেটারেই রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। তাই নিলামের আগেই সাকিব এবং মুস্তাফিককে দলে ভিড়িয়েছে তারা।

বাংলা ইনসাইডার/আইএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭