ইনসাইড বাংলাদেশ

বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলার সুযোগ নেই: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/02/2017


Thumbnail

পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের করা দুর্নীতির অভিযোগ কানাডার আদালতে ‘মিথ্যা’ প্রমাণিত হওয়ার পর বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকের উপর দফায় দফায় ক্ষোভ ঝাড়ছে। এরই ধারবাহিকতায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‍“বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশের মামলা করার সুযোগ নেই। তবে বিশ্ব ব্যাংকও আইনের ঊর্ধ্বে নয়।”

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের কিন্তু বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলার কোনো অবকাশ নাই। তার কারণ হলো আমরা তাতে স্বাক্ষর করেছি। আমরা তার মেম্বার (উই আর মেম্বার)। কিন্তু এটাও সত্য বিশ্ব ব্যাংক আইনের ঊর্ধ্বে নয়। পদ্মা সেতু কেলেঙ্কারির অভিযোগে যারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও আইনের আশ্রয় নিতে পারেন বলে মত প্রকাশ করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী যে তথ্য দিয়েছেন সেই তথ্যের উপর ভিত্তি করে আমি বলতে পারি ড. ইউনুস সাহেব পদ্মা সেতু অর্থায়ন বন্ধ করার পরিকল্পনার সঙ্গে জড়িত।”

আদালতে মামলার জট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “মামলার জট কমাতে ৩০০ সহকারী বিচারক নিয়োগ দেয়া হচ্ছে। এতদিনে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি তা কাজে লাগিয়ে মামলা নিষ্পত্তিতে নানামুখি পদক্ষেপ গ্রহণ করছি।”

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করা হবে না কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “বিচার বিভাগের জন্য যা যা করা দরকার তাই করবে এই সরকার। বিচারিক কাজে সরকার কোনো হস্তক্ষেপ করেনি, করবে না। আইন মন্ত্রণালয়তো শুধু বিচার বিভাগের দাপ্তরিক কাজটা করে থাকে। সেটা করে যাবে। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও লেজিসলেটিভ এই ৩টি অঙ্গ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।”

ল’রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারের সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আশুতোষ সরকার।

আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য মনোজ সেন গুপ্ত, আব্দুল হান্নান, সাবেক সভাপতি এম বদি-উজ-জামান, সাবেক সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ হিরণ প্রমুখ।


বাংলা ইনসাইডার/এসআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭