ইনসাইড ইকোনমি

পুঁজিবাজারে দরবৃদ্ধির শীর্ষে যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/11/2019


Thumbnail

আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন শুরু হচ্ছে। এ সপ্তাহে পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। সর্বশেষ গত বৃহস্পতিবার এক মাস পর প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়েছিল। এ সপ্তাহে সেই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক। সপ্তাহজুড়ে কোম্পানিটির সর্বোচ্চ দর বেড়েছে ৩৯ দশমিক ২৮ শতাংশ। তাদের শেয়ার সর্বশেষ ৫৬৬ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৫ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা।

দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যাইল ক্রাফট। সপ্তাহে এই শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ৩৭ দশমিক ৯০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৩ কোটি ৯৬ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৭৯ লাখ ২০ হাজার ৬০০ টাকা।

ইয়াকিন পলিমার দরবৃদ্ধিতে তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ২৭ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৫ লাখ ৫৮ হাজার ৬০০ টাকা।

গত সপ্তাহে দরবৃদ্ধির তালিকায় শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেট্রো স্পিনিং, মোজাফ্ফর হোসাইন স্পিনিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, ভিএফএস থ্রেড ডায়িং, মুন্নু জুট স্ট্যাফলার্স ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭