ওয়ার্ল্ড ইনসাইড

অপ্রাপ্তবয়স্কদের জন্য অনলাইন গেমস নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/11/2019


Thumbnail

সারাবিশ্ব জুড়েই বর্তমানে বিনোদনের একটি জনপ্রিয় মাধ্যম অনলাইন গেইম। সকল বয়সীদের মাঝেই দিন-দিন এর আসক্তি বৃদ্ধি পাচ্ছে। তবে এতে ১৮ বছরের কম বয়সী ছেলে-মেয়েরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে। এই চিন্তা থেকে অপ্রাপ্তবয়স্ক বা আঠারো বছরের কম বয়সীদের জন্য অনলাইন গেমস নিষিদ্ধ করল চীন।

নিষেধাজ্ঞা জারিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। বিজ্ঞপ্তিতে, প্রতিদিন ১০টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত অনলাইন গেমসের উপর নিষেধাজ্ঞা আরেপ করেছে। তবে সাপ্তাহিক ছুটির দিনে তিন ঘণ্টা এবং অন্য দিনগুলোতে দেড় ঘণ্টা শিশুদের গেম খেলার সুযোগ দেওয়া হবে।

চীন বিশ্বের দ্বিতীয় বৃহৎ গেইমিং মার্কেট। এই খাত থেকে আয়ের দিক থেকে চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে তারা।

শিশুদের স্বাস্থ্যের দিকটি বিবেচনা করে ২০১৮ সালে একটি গেমস নিয়ন্ত্রক প্রতিষ্ঠান স্থাপন করেছে চীন। প্রতিষ্ঠানটি দেশটিতে গেইম খেলার জন্য বেশ কয়েকটি নীতিমালা প্রনয়ন করেছে। যার মধ্যে রয়েছে ৮ থেকে ১৬ বছর বয়সীরা গেইম খেলার পেছনে মাসে ২৯ ডলার খরচ করতে পারবে। ১৬ থেকে ১৮ বছর বয়সীরা এর দ্বিগুণ খরচ করতে পারবে।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭