ইনসাইড পলিটিক্স

মিন্টুও ছাড়ছেন বিএনপি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/11/2019


Thumbnail

বিএনপির অর্থ সহায়তা দানকারীদের মধ্যে অন্যতম ছিলেন এম মোর্শেদ খান। তিনি সম্প্রতি বিএনপি থেকে পদত্যাগ করেছেন। মোর্শেদ খানের পদত্যাগের পর বিএনপিতে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে এবার আবদুল আউয়াল মিন্টুও বিএনপি ছাড়ছেন কিনা।

আবদুল আউয়াল মিন্টু গত তিন মাস ধরে দলের সব ধরনের কর্মকাণ্ড থেকে অনুপস্থিত। তার সঙ্গে আওয়ামী লীগের যোগাযোগ অনেক বেড়েছে বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, মিন্টু এখন বিএনপির চেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেই বেশি মেলামেশা করছেন বলেই খবর পাওয়া গেছে। মোর্শেদ খানের পরেই তিনি বিএনপির অন্যতম অর্থ সহায়তা দানকারী ছিলেন। তারেক রহমানের ‘ক্যাশিয়ার’ বলা হতো তাকে।

মোর্শেদ খানের পর মিন্টুও যদি বিএনপি ছেড়ে চলে যান, তাহলে বিএনপি বড়সড় একটি অর্থ সংকটে পড়তে পারে বলে বিএনপির অনেক নেতাই মনে করছেন। তবে অনেক নেতা আবার বলছেন যে, আবদুল আউয়াল মিন্টু এমনিতেই নিজেকে গুটিয়ে নিয়েছেন। তার বিএনপি ছাড়ার কোনো তথ্য তাদের কাছে এখনো নেই।

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭