ইনসাইড গ্রাউন্ড

ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইমরুল-মুমিনুলরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/11/2019


Thumbnail

রাজকোটে ভারতের কাছে বিশাল পরাজয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ এসেছে সমতায়। আগামী রবিবার সিরিজের শেষ ম্যাচে নাগপুরে মুখোমুখি হবে এই দুই দল। এরপর ১৪ তারিখ থেকে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই।

তবে টেস্ট শুরুর সপ্তাহখানেক আগেই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে সাদা পোশাকের সদস্যরা। নাগপুরে বাংলাদেশ দলের সাথে যোগ দিবে টেস্ট দলের ৮ সদস্য।

এর মধ্যে টেস্ট স্পেশালিস্ট ও দলীয় অধিনায়ক মুমিনুল হক, ইমরুল কায়েস, সাদমান ইসলাম আর সাইফ হাসান আজ শুক্রবার বেলা ১২টার ফ্লাইটে নাগপুরের উদ্দেশ্যে রাজধানী ছেড়েছেন।

বাকি চারজন-মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী এবং এবাদত হোসেন যাবেন পরের অংশে। তবে আজই ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদেরও।

আগামী ১৪ নভেম্বর ইন্দোরের বিধর্বা ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি। দ্বিতীয় টেস্ট কলকাতার ইডেন গার্ডেনে শুরু ২২ নভেম্বর। ইডেন টেস্টে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্টে যাত্রা শুরু করবে ভারত-বাংলাদেশ।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭