ইনসাইড গ্রাউন্ড

বিনামূল্যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত গড়ছেন পূজারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/11/2019


Thumbnail

ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসা চেতেশ্বর পূজারা। সৌরাষ্ট্রের এই ক্রিকেটার নিজের শহর রাজকোটে গড়ে তুলেছেন একটি ক্রিকেট একাডেমি, যেখানে বিনা পয়সায় দেওয়া হচ্ছে ক্রিকেটের পাঠ। সেখানে উন্নত সব সুযোগ সুবিধার সাথে ক্রিকেট শিক্ষার্থীদের সুযোগ দেয়া হয় জাতীয় দলের ক্রিকেটারদের সান্নিধ্য পাবার।

রাজকোটের পূজারা পরিবারের তিন সদস্য প্রদেশের প্রতিনিধিত্ব করেছেন রঞ্জি ট্রফিতে। চেতেশ্বরের বাবা অরভিন্দ পূজারা ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, চাচা বিপিনও খেলেছেন ৩৬টি ম্যাচ। দুই ভাইয়ের কেউ জাতীয় দলে জায়গা করে নিতে না পারলেও তাঁদের পরের প্রজন্মের চেতেশ্বর ঠিকই জায়গা করে নিয়েছেন ভারতীয় দলে।

পূজারা পরিবারের সদস্যরা নিজের রাজ্যে ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির জন্য খুলেছেন সম্পূর্ণ বিনা পয়সার ক্রিকেট পাঠশালা। যেখানে অবসর সময়টায় নিজেও অনুশীলন করেন পূজারা। অন্যান্য সময় একাডেমির দেখভাল করেন পূজারার বাবা অরভিন্দ, চাচা বিপিন এবং সৌরাষ্ট্রের সাবেক বাঁহাতি পেসার কুলদীপ শর্মা।

একসময়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান বিপিন জানান, ‘আমরা একাডেমিটা আরো আগে থেকেই চালাতাম। কিছুদিন আগে ছয় একর জমি কেনা হয় একাডেমির জন্য। সেখানেই আমরা নতুন করে একাডেমির কার্যক্রম শুরু করেছি।’

বিপিনের কাছ থেকেই জানা গেল, রাজকোট থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এই একাডেমির সুযোগ-সুবিধার কথা, ‘এই অঞ্চলে পানির খুব অভাব। তাই ছয় একর জমির এক একর আমরা একটা বড় পুকুর কেটেছি। মাঠে পানি দেওয়ার জন্য পানির জোগান এই পুকুর থেকে আসে। এ ছাড়া সেন্টার উইকেট আছে পাঁচটি, দুটি অ্যাস্ট্রোটার্ফ উইকেট, চারটি প্র্যাকটিস টার্ফ উইকেট। আছে বোলিং মেশিন, ছোট করে হলেও একটা জিমও আছে।’

৭০ গজ বাউন্ডারির একটা মাঠও আছে একাডেমির নিজের। বিপিন জানালেন, এখানে অনুশীলন করা ক্রিকেটারদের কোনো টাকা-পয়সা দিতে হয় না, ‘আমরা ট্রায়াল নিয়ে প্রতিভাবান ক্রিকেটারদের বেছে নিই, যাদের আমরা মনে করি সামনের দিনে রাজ্য ও ভারতীয় দলে খেলতে পারবে। এ জন্য তাদের কাছ থেকে কোনো টাকা-পয়সা নেই না, উল্টো তাদের যাতায়াতের খরচ দিই।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭