ইনসাইড গ্রাউন্ড

মোসাদ্দেককে ছয় ছক্কা মারতে চেয়েছিলেন রোহিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/11/2019


Thumbnail

গতকাল ব্যাটিং এবং বোলিং- দুই বিভাগেই চরম ব্যর্থ হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট হাতে যেমন নিতে পারেননি বাউন্ডারি, তেমনি বল হাতে রোহিত শর্মার কাছে টানা তিন ওভার বাউন্ডারি।

ইনিংসের দশম ওভারে মোসাদ্দেক দেন ২১ রান। প্রথম তিন বলে তিন ছক্কা হাঁকান রোহিত। মোট ছয়টি ছক্কা ও ছয়টি চারে ৪৩ বলে ৮৫ রান করেন ডানহাতি এই ওপেনার।

রোহিত বলেন, ‘আমি চেষ্টা করেছিলাম ছয় বলে ছয়টি ছয় হাঁকাতে। কিন্তু চতুর্থ বলে আমি যখন ছয় মিস করি, তখন আমি সিঙ্গেলস নিয়ে নিই।

আমি দেখছিলাম একজন অফস্পিনার বোলিং করছে, আর বল ভেজা থাকায় কোনও টার্ন হচ্ছে না। তাই আমার পরিকল্পনা ছিল উইকেটে দাঁড়িয়ে ছয় মারা।’

ম্যাচ শেষে ব্যাটিং উইকেটে ছক্কা হাঁকানোর কৌশলও বাতলে দেন সময়ের সেরা এই ওপেনার। তিনি বলেন, ‘ছয় মারতে আপনার পেশীশক্তি দরকার হবে না। আপনার দরকার হবে সময়মত বল হাঁকানো।

ব্যাটের মাঝ বরাবর খেলতে হবে। আপনার শরীর ঠিকঠাক মতো সোজা থাকতে হবে। আপনি যখন ব্যাটিং উইকেটে এসব বজায় রাখতে পারবেন তখনই ছয় হাঁকাতে পারবেন।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭