ইনসাইড গ্রাউন্ড

ক্রিকেটে নিষিদ্ধ সাকিব ব্যস্ত ফুটবল পায়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/11/2019


Thumbnail

সাকিব আল হাসানের বাবার ইচ্ছা ছিল ছেলেকে বানাবেন ফুটবলার। লাল-সবুজের জার্সি গায়ে দেশের ফুটবলের দুরবস্থা কাটাবেন তার ছেলে। সাকিব লাল-সবুজের জার্সি গায়ে চাপিয়েছে ঠিকই, তবে সেটা ২২ গজে। কিন্তু, ফুটবলটা যে মনে গেঁথে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের।

সতীর্থরা ব্যস্ত ভারতে। সিরিজ জিততে ব্যস্ত অনুশীলনে। আর দেশে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পাওয়া সাকিব ব্যস্ত ফুটবল নিয়ে। ১ বছরের নিষেধাজ্ঞা কাটাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আজ সকালে ঘাম ঝরিয়েছেন ফুটবল পায়ে।

ব্যাট-বলের মতো অতটা পটু না হলেও ফুটবলার সাকিব যে একেবারে কম যান না তা জানে সবাই। জাতীয় দলের ফুটবল অনুশীলনে সবথেকে মেধাবী ছাত্র এই সাকিব-ই। তাই তো নিজের বাজে সময়ে ফুটবল নিয়েই মেতে আছেন এই অলরাউন্ডার।

বাংলাদেশ আর্মি দলের হয়ে বিদেশী কোরিয়ান দলের বিপক্ষে ফুটবল খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান! কোরিয়ান দলের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে বাংলাদেশ আর্মি দল

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭