ইনসাইড ট্রেড

ইংল্যান্ড টেস্ট দলের নতুন অধিনায়ক রুট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/02/2017


Thumbnail

বাংলাদেশের সাথে ১-১ এ সিরিজ ড্রয়ের পরে ভারতের কাছে ৪-০ ব্যবধানে সিরিজ হারে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন এলেস্টার কুক। কুক পরবর্তী ইংল্যান্ড দলের অধিনায়ক কে হবে সেই নিয়ে হয়েছে নানা গুঞ্জন। সম্ভাব্য অধিনায়কের তালিকার অনেকের নাম থাকলেও সবচেয়ে বেশি যে নামটা নিয়ে কথা হয়েছিল সেটা হলো জো রুট। হয়েছেও তাই। রুটকেই করা হয়েছে ইংল্যান্ড টেস্ট দলের অধিপতি।

রুটের ডেপুটি হিসেবে নিযুক্ত করা হয়েছে ইংল্যান্ড দলের পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকসকে। এই সম্পর্কে রুট বলেন, “ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব অনেক সম্মানের। আমি নিজকে সম্মানিতবোধ করতেছি। আমাদের দলটা অনেক ভালো, আমি দলের হয়ে অধিনায়কত্ব করতে মুখিয়ে আছি।”

ইংল্যান্ড টেস্ট দলের আশিতম টেস্ট অধিনাক রুট আরো বলেন, “দলের সিনিয়র খেলোয়াড়রা ড্রেসিং রুমে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আশা করি তারা আমাকেও সহায়তা করবে।”

বাংলা ইনসাইডার/আইএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭