ওয়ার্ল্ড ইনসাইড

সৌদিতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/02/2017


Thumbnail

সৌদি আরবে কর্মসংস্থানের দিক দিয়ে বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু ভারতই নয় পাকিস্তানকেও পেছনে ফেলেছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম জানতা কা রিপোর্টার এর এক পরিসংখ্যানে এ প্রতিবেদন জানানো হয়েছে।

প্রতিবেদনে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর সৌদি আরবের বিভিন্ন খাতে ভারতীয় শ্রমিকদের সংখ্যায় বড় ধরনের পতন ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া সৌদিতে বাংলাদেশি ও পাকিস্তানি শ্রমিকদের সংখ্যা যে বাড়ছে সে চিত্র তুলে ধরা হয়েছে ওই পরিসংখ্যানে।

পরিসংখ্যান বলছে, আরব অঞ্চলের এই দেশটিতে ২০১৩ সালে মাত্র ২ শতাংশ (১২ হাজার ৬৫৪ জন) বাংলাদেশি শ্রমিক কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। কিন্তু ২০১৬ সালে সৌদিতে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান দুই বছর আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে। গত বছর সৌদিতে কর্মসংস্থান হয়েছে এক লাখ ৪৩ হাজার ৯১৩ বাংলাদেশি শ্রমিকের। ২০১৩ সালে এ সংখ্যা ২ শতাংশ হলেও গত বছর তা ১৯ শতাংশে পৌঁছেছে।

একই সময়ে (২০১৩ সালে) সৌদিতে কাজে যোগ দিয়েছে ৬ লাখ ৩৬ হাজার ৭২১ পাকিস্তানি। ২০১৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭১ হাজার ৮৬৭ জনে; যা দুই বছর আগের চেয়ে ১৭ শতাংশ বেশি।

ওই পরিসংখ্যান বলছে, নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর সৌদি আরবের বিভিন্ন খাতে ভারতীয় শ্রমিকদের সংখ্যায় বড় ধরনের পতন ঘটেছে। ২০১৩ সালে সৌদি আরবে গেছেন ৩ লাখ ৫৩ হাজার ৫৬৫ জন ভারতীয় শ্রমিক। যা ওই বছর সৌদিতে কাজের জন্য যাওয়া বিশ্বের বিভিন্ন দেশের মোট শ্রমিকের ৫৫ শতাংশ।

এক বছর পর ২০১৪ সালে মোদি ক্ষমতা নেয়ার পর ভারতীয় শ্রমিকদের সৌদি গমনে নাটকীয় পতন ঘটেছে। ২০১৬ কাজের জন্য সৌদিতে পাড়ি জমিয়েছেন মাত্র এক লাখ ৬৫ হাজার ৩৫৬ জন ভারতীয় শ্রমিক। ২০১৩ সালে সৌদিতে বিশ্বের বিভিন্ন দেশের মোট শ্রমিকের ৫৫ শতাংশ ভারতীয় হলেও ২০১৬ সালে তা নেমে এসেছে ২১ শতাংশে।


বাংলা ইনসাইডার/এসআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭