কালার ইনসাইড

জানা-অজানায় হুমায়ূন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/11/2019


Thumbnail

একটা মানুষকে আমরা উপর থেকে একরকম দেখি, কিন্তু ভেতরে ভেতরে মানুষটা হয়ত একেবারেই আলাদা। আমরা হয়ত তার বাইরেটাই দেখি, ভেতরটা একেবারে দেখি না, বুঝি না, জানি না। এমনকি খুব কাছের মানুষেরটাও না। আমরা যাদের খুব ভক্ত, যাকে অনুসরণ করি, পথ চলার পাথেয় মনে করি, তাদের অজানা নিয়ে জানার আগ্রহ আমাদের বরাবরই থাকে। হুমায়ুন আহমেদ নামটি আমাদের কাছে এমনই, তিনি আমাদের মনের মনিকোঠায় বাস করা একজন মানুষ। তাকে চেনাজানার কোনো শেষ নেই আমাদের। আজ তার জন্মদিনে খুব মজার কিছু অজানাকে জানবো আপনাদের- 

১. হুমায়ূন আহমেদ সবসময় ফুল হাতা শার্ট পরে ঘুমাতে যেতেন। ঘুমানোর পোশাক হিসেবে হুমায়ূনের পছন্দ ছিল নতুন শার্ট। নতুন শার্ট না থাকলে লন্ড্রি থেকে ইস্ত্রি করা পাটভাঙা শার্ট পরে ঘুমানো ছিল তার অভ্যাস।

২. হুমায়ূন আহমেদ সারাজীবনে মোট দুটো গালি ব্যবহার করতেন। প্রথমটা হলো ফাজিল, দ্বিতীয়টি হলো ফাজিলের ফাজিল। মুদ্রাদোষ হিসেবে সর্বাধিক ব্যবহৃত বাক্যটি ছিল, ‘লজিক কী বলে?’

৩. শাওনকে বিয়ে করার পর তিনি প্রথম জিন্স পরেন।

৪. হুমায়ূন আহমেদ জোরে জোরে কবিতা আবৃত্তি করতে ভালোবাসতেন। আবৃত্তির ক্ষেত্রে তার প্রিয় কবিতা ছিল জীবনানন্দ দাশের ‘ক্যাম্পে’ এবং রবার্ট ফ্রস্টের ‘স্টপিং বাই উডস অন আ স্নোয়ি ইভনিং’।

৫. শাওনকে বিয়ে করার পর তাকে বেশ অনেকদিন শ্বশুরবাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। গেট থেকে ফেরত পাঠানো হয় তাকে।

৬. হুমায়ূন আহমেদ ও তার মায়ের একই দিনে একই হাসপাতালে বাইপাস সার্জারি হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রথমে হুমায়ুন আহমেদের সার্জারি হয়, তারপরে তার মায়ের।

৭. নুহাশ এবং হুমায়ূন আহমেদের প্যান্টের সাইজ একই ছিল।

৮. হুমায়ুন আহমেদ, নুহাশ ও নিষাদ একই পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যেত।

৯. হুমায়ূন আহমেদ মনে করতেন ‘নন্দিত নরকে’ তার এক্সপেরিমেন্টাল কাজ। তার লেখা পিওর উপন্যাস ‘জোছনা ও জননীর গল্প’।

১০. এসএসসি ও এইচএসসি বোর্ড স্ট্যান্ড করা ছাত্র হিসেবে তার কোন গর্ব বা অহংকার ছিল না। তিনি কখনো নামের পাশে ‘ডক্টর’ লিখতেন না। তবে ব্যক্তিগত জীবনে হুমায়ূন আহমেদ নিজের সততা ও নিজের লেখার ক্ষমতা নিয়ে প্রচণ্ড অহংকারী ছিলেন।

১১. শীত বা গ্রীষ্ম সারাবছর তিনি গরম পানিতে গোসল করতেন।

১২. হুমায়ূন আহমেদের প্রকাশ করা হিসাব করে বের করেছেন, ‘হুমায়ূন আহমেদের প্রকাশিত এক একটা শব্দের বিক্রয়মূল্য পাঁচ হাজার পাঁচশ টাকা’।

১৩. কম্পোজ হওয়ার পর প্রতিটা পাণ্ডুলিপি তিনি নিজ হাতে কুচি কুচি করে ছিঁড়ে ফেলতেন

১৪. লেট নাইনটিজের দিকে মুক্তি ক্লিনিকে হুমায়ূন আহমেদকে প্রচুর যেতে হয়েছে। ছিয়ানব্বই থেকে নিরানব্বইতে, প্রায়ই রোগীদের কাউন্সিলিং করতে তার যেতে হতো। লোকজন হিমু হয়ে গেছে, এমন লোকেদেরও ওই হাসপাতালে এনে ভর্তি করানো হতো।

১৫. তার বাসায় কোনো লকার ছিল না, কোনো তালা-চাবি ছিল না। উনি বাসা কোনদিন লক করে ঘুমাতেন না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭