ওয়ার্ল্ড ইনসাইড

রক্তে লাল নদীর পানি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/11/2019


Thumbnail

রক্তে লাল হয়ে গেছে দুই কোরিয়ার সীমান্তবর্তী ইমজিন নদীর পানি। আফ্রিকান সোয়াইন ফ্লু’র (এএসএফ) সংক্রমণ ঠেকাতে ৪৭ হাজার শূকর হত্যা করে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ। ভারী বর্ষণের ফলে একটি সীমান্তবর্তী সমাধিস্থল থেকে এসব মৃত শূকরের রক্ত ইমজিন নদীর একটি শাখার পানিতে মিশে যায়।

এএসএফ (আফ্রিকান সোয়াইন জ্বর) অত্যন্ত সংক্রামক ও অনিরাময়যোগ্য। এই জ্বরে আক্রান্ত শূকরের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। উত্তর কোরিয়ায় মে মাসে প্রথম এএসএফ ধরা পড়ে। এরপর দক্ষিণ কোরিয়াতেও শূকরদের মধ্যে এই রোগের অস্তিত্ব পাওয়া যায়। উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় আসা শূকরের মাধ্যমে এটি রোগ ছড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংক্রমণ থেকে বাঁচতে গত সপ্তাহের শেষে শূকর জবাইয়ের অভিযান পরিচালনা করে দক্ষিণ কোরিয়া। মৃত শূকরগুলো ট্রাকে করে দুই কোরিয়ার সীমান্তবর্তী একটি সমাধিস্থলে ফেলা হয়। এর পরেই ছড়িয়ে যায় রক্ত। এই রক্তের কারণে এএসএফ ছড়ানোর কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭