কালার ইনসাইড

আসিফ আকবরের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/11/2019


Thumbnail

কণ্ঠশিল্পী আসিফ আকবরকে আসামি করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। মাদক, প্রতারণা এবং তথ্য-প্রযুক্তির তিনটি ধারায় তাকে আসামি করা হয়েছে।

তেজগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় ২০১৮ সালের ৬ জুন আসিফ আকবরকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা মদ পাওয়া যায়। লাইসেন্স ব্যতীত বিদেশি মদ নিজের দখলে রাখায় তার বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় একটি মামলা হয়।

২০১৮ সালের ৪ জুন তেজগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারাসহ পেনাল কোডের ৪২০/৪০৬/১০৯ ধারায় আসিফ আকবরের বিরুদ্ধে একটি মামলা করেন কণ্ঠশিল্পী শফিক তুহিন। এই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়। ১১ জুন ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী ১০ হাজার টাকা মুচলেকায় আসিফের জামিন মঞ্জুর করেন। বর্তমানে জামিনে আছেন আসিফ।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭