ইনসাইড গ্রাউন্ড

আশরাফুলকে টপকাতে অপেক্ষা বাড়লো মুশফিকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/11/2019


Thumbnail

ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংসটি এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। তবে মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়ে যেতে তার অপেক্ষা একটু দীর্ঘ হলো।

আজ ৫০ রান করলেই আশরাফুলকে ছাড়িয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের মালিক হওয়ার সুযোগ ছিলো মুশফিকের সামনে। কিন্তু আজ ভারতের বিপক্ষে তিন বার জীবন পেয়ে ৪৩ রান করেছেন। তার ১০৫ বলের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারি।

ভারতের বিপক্ষে সাদা পোশাকে অ্যাশ করেছিলেন ৩৮৬ রান। যেখানে ১১ ইনিংসে ছিল একটি সেঞ্চুরি আর দুটি ফিফটি। ভারতের বিপক্ষে টেস্টে আশরাফুলের ব্যাটিং গড় ৪২.৮৮।

অন্যদিকে ভারতের বিপক্ষে আজকের ইনিংসের পর মুশফিকের সংগ্রহ ৩৮০ রান। অথাৎ আশরাফুলকে ছাড়িয়ে ৭ রানে দূরে আছেন তিনি। বর্তমানে ভারতের বিপক্ষে ২টি সেঞ্চুরির পাশাপাশি ৫টি হাফ সেঞ্চুরি রয়েছে।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭