ইনসাইড গ্রাউন্ড

সৌম্য ঝড়ে ইমার্জিং কাপে উড়ন্ত সূচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/11/2019


Thumbnail

বড় জয় দিয়ে ইমার্জিং এশিয়া কাপের আসর শুরু করল বাংলাদেশ দল। বৃহস্পতিবার হংকংয়ের দেওয়া ১৬৫ রানের লক্ষ্যে ১৫৫ বল ও ৯ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিলো তারা। বাংলাদেশের হয়ে এই ম্যাচে সৌম্য ৭৪ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন। এছাড়া নাইম ৫২ রান করেন।

এদিন ম্যাচের শুরুতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে জিতে হংকংকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান। ব্যাটিংয়ে নেমে হংকং বাংলাদেশি বোলারদের সামনে সুবিধা করতে পারেননি। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ১৬৪  রান তোলে। যেখানে হারুন আরশাদের ব্যাট থেকে সর্বোচ্চ ৩৫ রান আসে। আর অধিনায়ক আজিজ খান করেন ২৫ রান।

বাংলাদেশি বোলারদের মধ্যে পেসার সুমন খান ৩৩ রান খরচায় ৪ উইকেট নেন। এছাড়া মেহেদী হাসান ২টি এবং আফিফ হোসেন ও হাসান মাহমুদ নিয়েছেন একটি করে উইকেট।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উদ্ধোধনী জুটিতে সৌম্য ও নাইম ৯৪ রান তোলেন। অর্ধশতক তুলে নাইম ফিরে গেলে ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে শান্ত ও সৌম্যর ৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায়।

যেখানে সৌম্য সরকারের খেলা ৮৪ রানের ইনিংসটি ৯ চার ও ৩ ছক্কার সাজানো ছিল। আর শান্ত অপরাজিত ছিলেন ২২ বলে ২২ রানে।

হংকংয়ের এহসান খান বাংলাদেশের হারানো একমাত্র উইকেটটি তুলে নেন।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭