ইনসাইড গ্রাউন্ড

কোহলি আউট, দিনের শুরুতে নেই ভারতের দুই উইকেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/11/2019


Thumbnail

দ্বিতীয় দিনের সকালটা বেশ ভালোই হলো বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। প্রথম দিনের ধারাবাহিকতা ধরে রেখে এদিনও ক্যাচ পড়েছে একটি। তবে ডানহাতি পেসার আবু জায়েদ রাহীর নৈপুণ্যে দিনের শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ।

প্রথমে ফিফটি করা চেতেশ্বর পুজারা এবং পরে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে সাজঘরে পাঠিয়েছেন সিলেটের এ পেসার। এর মধ্যে কোহলিকে কোনো রানই করতে দেননি রাহী। তিন বল খেলে শূন্য রানে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন ভারতীয় অধিনায়ক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৩৮ রান। ওপেনার মায়াঙ্ক আগারওয়াল খেলছেন ৬২ রান নিয়ে। 

দিনের প্রথম সাফল্যটা প্রথম ওভারেই পেয়ে যেতে পারতেন রাহী। ব্যক্তিগত অর্ধশতকের অপেক্ষায় থাকা পুজারা অফস্টাম্পের বেশ বাইরের ডেলিভারি সজোরে কাট করলে, তা ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় থার্ড স্লিপের কাছে।


এর আগে:

ফিফটি হাকালেন পূজারা

জীবন পাওয়ার বলে বাউন্ডারি পেয়েছেন পুজারা। পরের বলেই আলগা বল পেয়ে আরেকটি বাউন্ডারিতে তিনি পৌঁছে যান ফিফটিতে।

৬৮ বলে পুজারা স্পর্শ করলেন টেস্ট ক্রিকেটে তার ২৩তম ফিফটি। সঙ্গে সেঞ্চুরি আছে ১৮টি।

শুরুতেই সুযোগ হাতছাড়া

দিনের শুরুতেই উইকেটের সুযোগ সৃষ্টি করেছিলেন আবু জায়েদ চৌধুরি। কিন্তু ক্যাচটি নিতে পারলেন না মেহেদী হাসান মিরাজ।

অফ স্টাম্পের বাইরে লেংথ বলটিতে কাট করেছিলেন পুজারা। বল একটু বেশি লাফিয়ে লাগে পুজারার ব্যাটের কানায়। গুলির বেগে উড়ে যায় স্লিপে। সেখানে মিরাজ বলে হাত ছোঁয়ালেও বল তালুবন্দী করার মতো রিফ্লেক্সই দেখাতে পারেননি। বল ছুটে গেল বাউন্ডারিতে।

অনেক কঠিন ছিল ক্যাচটি নেওয়া, কিন্তু একটি সুযোগ! ৪৩ রানে রক্ষা পেলেন পুজারা। আগের দিন বিকেলে আবু জায়েদের বলেই পড়েছে মায়াঙ্ক আগারওয়ালের ক্যাচ।

টেস্ট ম্যাচ নিয়ে এমনিতেই আশা ছিল কম। বাংলাদেশ নিজেদের কাজটা আরও কঠিন করে ফেলেছে প্রথম দিনেই। ভারত নিয়েছে নিয়ন্ত্রণ। যেখান থেকে বাংলাদেশের ফেরার পথ কঠিন।

ভারত দ্বিতীয় দিনে মাঠে নামবে লিড নিয়ে যত দূর সম্ভব এগিয়ে যেতে। ভারতীয় ব্যাটসম্যানদের থামানোর উপায় খুঁজতে হবে বাংলাদেশকে। লড়াইয়ে টিকে থাকতে হলেও বাংলাদেশকে করতে হবে দারুণ কিছু।

প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৮.৩ ওভারে ১৫০ (সাদমান ৬, ইমরুল ৬, মুমিনুল ৩৭, মিঠুন ১৩, মুশফিক ৪৩, মাহমুদউল্লাহ ১০, লিটন ২১, মিরাজ ০, তাইজুল ১, আবু জায়েদ , ইবাদত ; ইশান্ত ১২-৬-২০-২, উমেশ ১৪.৩-৩-৪৭-২, শামি ১৩-৫-২৭-৩, অশ্বিন ১৬-১-৪৩-২, জাদেজা ৩-০-১০-০)।

ভারত ১ম ইনিংস: ৩৪ ওভারে ১২৯/৩ (অজাঙ্কা রাহানে ৯(১২)* মায়াঙ্ক আগারওয়াল ৫৮ (১১১)*। রোহিত শর্মা ৬, কোহলি ০, পূজারা ৫৪)



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭