ইনসাইড বাংলাদেশ

পেঁয়াজের ঝাঁজে কদর বাড়ছে পেঁপে-মুলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/11/2019


Thumbnail

লাগামছাড়া হয়ে পড়েছে পেঁয়াজের বাজার। অতীতের সব রেকর্ড ভেঙে পেঁয়াজের দাম এখন এভারেস্টের চূঁড়ায় ঠেকেছে। পেঁয়াজ এখন বড়লোকদের খাবার। পেঁয়াজের দর আকাশছোঁয়ার কারণে এখন অনেকেই খাবারের থালায় পেয়াজের বিকল্প বেছে নিচ্ছেন। পেঁয়াজের ঝাঁজে এখন কদর বেড়েছে পেঁপে এবং মুলার। পেঁপে বাংলাদেশে একটা অনাহুত সবজি হিসাবে বিবেচিত হয়। সাধারণত অসুখ বিসুখ ছাড়া পেঁপের তেমন কদর থাকে না। কিন্তু এখন পেঁয়াজের এই আকালের সময় পেঁপের সঙ্গে মূলার কদরও বেড়েছে।

কারণ পেঁয়াজের বিকল্প হিসাবে এখন হোটেল রেস্তোরাগুলোতে পেঁপে এবং মূলা সালাদ হিসাবে দেওয়ার পদ্ধতি চালু হয়েছে। সালাদে এখন আর পেঁয়াজ দেওয়া হচ্ছে না। হোটেলের মালিকরা বলছেন, পেঁয়াজের এই দুর্মূল্যের বাজারে সালাদে পেয়াজ দিয়ে তারা পোষাতে পারবে না।

তাই এখন গরীব মানুষদের আদরে পরিণত হয়েছে মূলা এবং পেঁপে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭