ইনসাইড বাংলাদেশ

আওয়ামী লীগের মন্ত্রী- এমপিরা উপজেলায় পদ পাবেন না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/11/2019


Thumbnail

আগামী ২০ এবং ২১ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে সারাদেশে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে সম্মেলনগুলো অনুষ্ঠিত হচ্ছে।

আজ শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, যারা মন্ত্রী এবং এমপি হয়েছেন তারা যেন উপজেলায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী না হন। তিনি বলেছেন, এটা প্রধানমন্ত্রীর নির্দেশনা।

তারা সরে গিয়ে দলের ত্যাগি পরীক্ষিত যারা নেতাকর্মী আছেন তাদেরকে যেন সুযোগ করে দেন।

উল্লেখ্য, টনা তিন বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগে উপজেলা- জেলা কমিটিগুলো এমপি এবং উপজেলা কমিটির দখলে ছিল। এখন সেই জায়গায় দলের ত্যাগি এবং তরুণদের সুযোগ করে দেওয়ার জন্য আওয়ামী লীগ এই নীতি গ্রহণ করেছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭