ইনসাইড গ্রাউন্ড

ব্রাজিলের বিপক্ষে রাতে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/11/2019


Thumbnail

সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শুক্রবার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১ টায়। এই ম্যাচের মধ্য দিয়েই তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন লিওনেল মেসি।

মেসিকে ছাড়া খেলা ৪ ম্যাচে ১২ গোল করেছে তারা, হজম করেছে মাত্র ৩টি। ডি মারিয়া, আগুয়েরোদের বদলে লাউতারো-পারেদেস-ডি পলদের ওপর আস্থার রাখার প্রতিদানটা ভালমতই পেয়েছেন স্কালোনি। আর্জেন্টিনার যেদিকে মেসিকে ছাড়াই উড়ছে, সেদিকে কোপা জেতা ব্রাজিল যেন জিততেই ভুলে গেছে।

পেরুকে হারিয়ে এক যুগ পর কোপা পুনরুদ্ধারের পর ৪ ম্যাচ খেলেছে তিতের দল, জেতেনি একবারও (৩ ড্র, ১ হার)। নাইজেরিয়া, সেনেগালদের কাছেও আটকে যেতে হচ্ছে কুতিনিয়ো-ফিরমিনোদের। ২০০৪ সালের পর এবারই প্রথম টানা ৪ ম্যাচে জয়হীন থাকল ব্রাজিল। মজার ব্যাপার হল, সেবার ‘সেলেসাও’রা জয়ের ধারায় ফিরেছিল আর্জেন্টিনাকে হারিয়েই।

ব্রাজিলের সামনে সুযোগ থাকছে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে জয়ের ধারায় ফেরায়। অন্যদিকে মেসিকে ছাড়া উড়তে থাকা আর্জেন্টিনা নেইমারবিহীন ব্রাজিলের বিপক্ষে চাইবে অপরাজিত থাকার রেকর্ডটা অক্ষুণ্ণ রাখার।

সম্ভাব্য একাদশ

ব্রাজিল (৪-৩-৩): অ্যালিসন; দানিলো, সিলভা, মার্কিনিয়োস, অ্যালেক্স সান্দ্রো; আর্থার, কাসেমিরো, কুতিনিয়ো; উইলিয়ান, হেসুস, ফিরমিনো

আর্জেন্টিনা (৪-৩-৩): আন্দ্রাদা; ফয়েথ, পেৎজেলা, কানেম্যান, টালিয়াফিকো; পারেদেস, ডি পল, লো সেলসো; মেসি, আগুয়েরো, দিবালা।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭