ইনসাইড বাংলাদেশ

রবিবার থেকে বিমানে আনা হবে পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/11/2019


Thumbnail

দেশে চলছে চরম মাত্রার পেঁয়াজ সংকট। রেকর্ড ভেঙে হুহু করে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের। দেশের এই পেঁয়াজ সংকট কাটাতে রবিবার থেকে জরুরি ভিত্তিতে বিমানে করে পেঁয়াজ আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সরকারিভাবে টিসিবি এবং বেসরকারি খাতের এস আলম গ্রুপ এই পেঁয়াজ আনবে। বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন শুক্রবার বিকালে এই সিদ্ধান্তের কথা জানান। বাণিজ্য সচিব বলেন, ‘যতদিন পর্যন্ত বাজার স্বাভাবিক না হবে, ততদিন এয়ার কারগোতে পেঁয়াজ আমদানি করা হবে।’

তিনি আরো বলেন, ‘সরকারিভাবে পেঁয়াজ আমদানির জন্য একজন উপ-সচিবকে তুরস্কে পাঠানো হচ্ছে। এছাড়া আরও একজন উপ-সচিব মিশরে রয়েছেন।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭