ইনসাইড গ্রাউন্ড

রানের পাহাড় গড়ে দ্বিতীয় দিন শেষ করল ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/11/2019


Thumbnail

সাদা পোশাকে বরাবরই বিবর্ণ বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যর্থতার সাথে ভারতীয় ওপেনার মায়াংক আগারওয়ালের দ্বিশতক। সব মিলিয়ে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কা।

দ্বিতীয় দিনের শেষ এক ঘন্টায় যেন বুলবুল ফিরে এলো ইন্দোরে, বাংলাদেশের বোলাররা বুঝতেই পারলেন না কী থেকে কী হচ্ছে। মায়াংক আগারওয়াল একের পর এক বল আছড়ে ফেললেন গ্যালারিতে। কিছুটা সময় নিয়ে জাদেজাও যোগ দিলেন তার সঙ্গে। আগারওয়াল ফিরে গেলেন ২৪৩ রান করে, তবে উমেশ যাদব এসে এর মধ্যেই মেরেছেন তিনটি ছয়। জাদেজা অপরাজিত আছেন ৬০ রানে, যাদব ৩০ রানে। ৪৯৩ রান নিয়ে দিন শেষ করেছে ভারত, লিড নিয়েছে ৩৪৩ রানের।

সকালে রাহীর কয়েকটা ওভার ছাড়া পুরো দিনটাই দুঃস্বপ্নের মতো গেছে বাংলাদেশের। পূজারা ও কোহলির আউটের সময় একটু আশা দেখছিল, এরপর সেটা বিলীন হয়ে গেছে আরব সাগরে। আগারওয়াল ও রাহানে ম্যাচ বের করে নিয়েছেন। আগারওয়াল খেলেছেন মনে রাখার মতো ইনিংস, টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয়বার দিনে ৪০০ রান তুলেছে ভারত। বাংলাদেশ কাল সকালে ব্যাট করবে হয়তো, তবে চতুর্থ দিনে খেলা যাবে কি না সেটি নিয়েই এখন বিরাট সংশয়।

স্কোরবোর্ড

ভারত ৪৯৩/৬

ওভার ১১৪

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭