ওয়ার্ল্ড ইনসাইড

আবারও বিধ্বস্ত ভারতের যুদ্ধ বিমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/11/2019


Thumbnail

ভারতের মিগ ২৯কে মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার গোয়া শহরে ট্রেনিংয়ের সময় পাখির ধাক্কায় মিগ ২৯কে এয়ারক্র্যাফটের ইঞ্জিনে আগুন ধরে যায় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র এএনআইকে জানিয়েছেন, যুদ্ধবিমানটি গোয়া থেকে আকাশে ওড়ে। সেইসময় পাখির সঙ্গে সংঘর্ষ হয়। তারপর ডানদিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন লাগার পরই বিমান থেকে ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করেন পাইলট ক্যাপ্টেন এম শেওখাণ্ড।

উল্লেখ্য, গত কয়েক বছরে বেশ কয়েকবার বিধ্বস্ত হয়েছে ভারতের যুদ্ধবিমান। শুধু এ বছর নভেম্বর পর্যন্তই বিধ্বস্ত হয়েছে ১১টি এয়ারক্রাফট। এর মধ্যে আছে মিগ-২৯, মিরাজ-২০০০, মিগ-২৭ এবং হক জেটও। এছাড়া দেশটির সশস্ত্র বাহিনীর ঘাঁটিতে থাকা ৮৭২টি যুদ্ধবিমানের মধ্যে অর্ধেকেরও বেশি কয়েক দফায় বিকল হয়েছে বলে জানা গেছে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭