ওয়ার্ল্ড ইনসাইড

ভারতীয় বিমানকে বাঁচিয়ে দিল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/11/2019


Thumbnail

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহায়তায় বেঁচে গেল ভারতীয় একটি বিমানের ১৫০ জন আরোহীর প্রাণ। গত বৃহস্পতিবার ভারতের জয়পুর থেকে ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশ্যে যাত্রা করেছিল বিমানটি। সে সময় জরুরি মুহূর্তে ওই বিমানটিকে সাহায্য করেছে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিমানটি করাচির ওপর দিয়ে যাওয়ার সময় বজ্রপাত হচ্ছিল। এ কারণে বিমানটি ৩৬ হাজার ফুট উচ্চতা থেকে ৩৪ হাজার ফুট উচ্চতায় নেমে আসে। সঙ্গে সঙ্গেই বিমানের পাইলট কাছাকাছি বিমানবন্দরে জরুরি বিপদ সংকেত পাঠায়। ওই বিপদ সংকেত পেয়ে সাথে সাথেই সাড়া দেয় পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরপর পাইলটকে পাকিস্তানের আকাশসীমা দিয়ে বাকি পথ পাড়ি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ফলে বিমানটি ১৫০ যাত্রী নিয়ে নিরাপদেই যাত্রা শেষ করে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কাশ্মির ইস্যু নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতে পাকিস্তান তাদের আকাশসীমাও ভারতের জন্য নিষিদ্ধ করেছিল। ভারতের প্রধানমন্ত্রী কয়েক দফা আবেদন করেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারেননি।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭