ইনসাইড পলিটিক্স

আমি মুখ খুললে জিএম কাদেরের রাজনীতি শেষ: বিদিশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/11/2019


Thumbnail

কোন রকম রাখঢাক না করে এইচএম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক বলেছেন, আমি যদি মুখ খুলি তাহলে জিএম কাদেরের রাজনীতি শেষ। তাঁর সব হাড়িঁর খবর আমার জানা আছে। আশা করি, আমাকে নিয়ে নোংরা খেলা তিনি বন্ধ করবেন এবং আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেবেন। এমনটাই বাংলা ইনসাইডারের কাছে বললেন বিদিশা। তবে তিনি এরিককে নিয়ে কোন ধরনের নোংরামী বরদাশত করবেন না বলেও জানান।

এরশাদ-বিদিশার ছেলে এরিককে খাবার না দেয়াসহ শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে জিএম কাদেরের বিরুদ্ধে। রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাড়িতে বিদিশা ও এরিককে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেছেন বিদিশা।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় এরিকের ফোন পেয়ে বারিধারায় সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবনে যান বিদিশা। এর পর থেকেই এরিক ও তিনি অবরুদ্ধ আছেন বলে অভিযোগ করেন।

তবে তাদের অবরুদ্ধ করার অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, সময়মতো সবকিছু জাতির সামনে পরিস্কার করা হবে। শিগগির তিনি একটি বিবৃতি দিয়ে সব কিছু পরিস্কার করবেন বলেও জানান।

এদিকে বিদিশা দাবি করেছেন, তিন দিন ধরে প্রেসিডেন্ট পার্কে এরিককে নিয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন তিনি। টেলিফোনে সাংবাদিকদের তিনি জানান, কোনোক্রমেই এরিকের কাছ থেকে আলাদা করা যাবে না তাকে। তিনি বলেন, আমার লাশ বের হয়ে গেলেও আমার ছেলেকে নিয়ে কিছু হতে দেব না। আমি মুখ খুললে কাদের সাহেবের রাজনীতি শেষ হয়ে যাবে।

এরিক এরশাদ জানান, ‘তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এমনকি নিয়মিত তাকে খাবার দেয়া হচ্ছে না। আমাদের আটকে রেখেছে। কাগজপত্র সাইন করিয়েছে। আব্বার অনেক জিনিস নিয়ে গেছে। বেরোতে পারছি না, বেরোলে আর ঢুকতে পারবো না এজন্য।’তবে এসব অভিযোগ নিয়ে জিএম কাদের বলেন, এসব অভিযোগ আমি মানছি না। আমি বিশ্বাস করি দেশবাসীও আমার বিরুদ্ধে এমন অভিযোগ মেনে নেবেন না।

তিনি জানান, এরিককে তার কাছে রাখার ব্যাপারে হুসেইন মুহাম্মদ এরশাদ মৃত্যুর আগে দিক নির্দেশনা দিয়ে গেছেন। তাই এরিককে তিনি বিদিশার কাছে দিতে পারেন না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭