ইনসাইড বাংলাদেশ

অবশেষে কমলো পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/11/2019


Thumbnail

টানা তিন মাস ধরে দফায় দফায় বাড়ার পর অবশেষে একটু কমলো পেঁয়াজের দাম। আজ রোববার ১৫ থেকে ২০ টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি। দেশি হাইব্রিড পেঁয়াজ ২০০ টাকা এবং মিশরের পেঁয়াজ ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রাজধানীর জিগাতলা, কারওয়ান বাজার এবং রায়েরবাজার ঘুরে পেঁয়াজের দামে এমন চিত্র দেখা গেছে।

কাঁচাবাজারের পেঁয়াজ বিক্রেতারা বলছেন, আজ ভোরে শ্যামবাজার থেকে প্রতিকেজি পেঁয়াজ ১৮ টাকা কমে কিনতে পেরেছেন তারা। তাই কমে বিক্রি করতে পারছেন।

কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, গতকালের তুলনায় আজ সব ধরনের পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা কমেছে। দেশি ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৩০ টাকায়। গতকাল যা বিক্রি হয়েছিল ২৫০ টাকায়। দেশি হাইব্রিড পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকায়, গতকাল যা ছিল ২২০ টাকা; পাকিস্তানি প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, গতকাল ছিল ২০০ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, ফসলের মাঠ থেকে পাতা পেঁয়াজ ওঠা শুরু করেছে। আমদানি করা ১৯৮ টন পেঁয়াজও চলে এসেছে। এ কারণেই এখন পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত। এরপরই পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে মিয়ানমার থেকে এলসি এবং বর্ডার ট্রেডের মাধ্যমে পেঁয়াজ আমদানি শুরু হয়। পাশাপাশি মিশর ও তুরস্ক থেকেও এলসির মাধ্যমে পেঁয়াজ আমদানি করা হয়।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭