ইনসাইড গ্রাউন্ড

অবশেষে দল পেলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/11/2019


Thumbnail

রাজশাহী নিল ইরফান শুক্কুরকে, সিলেট নিল মনির হোসেন খানকে, নাদিফ চৌধুরীকে নিল রংপুর। মাশরাফিকে অবশেষে নিল ঢাকা, পিনাক ঘোষকে নিল চট্টগ্রাম, কুমিল্লা নিল সুমন খানকে, খুলনা নিল পেসার শহিদুল ইসলামকে।

প্রথম চার রাউন্ড অবিক্রিত থাকার পর তামিমের দল ঢাকা প্লাটুন দলে ভেড়াল ওয়ানডে অধিনায়ক মাশরাফিকে।

ইউনিভার্স বস গেইলকে ভেড়াল চট্টগ্রাম

২০১৬ সালে খেলেছিলেন গেইল চট্টগ্রামে, এবার তাকে আবার ডাকল চট্টগ্রম। রাজশাহী ডাকল রবি বোপারাকে, রংপুর নিল মোহাম্মদ নবীকে। কুমিল্লা নিল কুশাল পেরেরাকে, খুলনা এ প্লাস ক্যাটাগরি থেকে ডাকল রাইলি রুশোকে। ঢাকা ডাকল এ প্লাস ক্যাটাগরির থিসারা পেরেরাকে। সিলেট ডাকল ওয়েস্ট ইন্ডিজের শেরফেন রাদারফোর্ডকে।

তামিম ঢাকার, মুশফিক খুলনার

প্রথম ডাকে খুলনা টাইগার্স দলে ভিড়িয়েছে মুশফিকুর রহিমকে, ঢাকা প্লাটুন দলে টেনেছে তামিম ইকবালকে। রাজশাহী রয়্যালস দলে টেনেছে লিটন কুমার দাসকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। রংপুর রেঞ্জার্স দলে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে। ১ম ডাকে কুমিল্লা ওয়ারিয়র্স নিয়েছে সৌম্য সরকারকে। মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়েছে সিলেট থান্ডার।

দ্বিতীয় ডাকে সিলেট থান্ডার নিয়েছে মোহাম্মদ মিঠুনকে। কুমিল্লা ওয়ারিয়র্স নেয় আল আমিন হোসেনকে। মোহাম্মদ নাইম শেখকে নেয় রংপুর রেঞ্জার্স। ইমরুল কায়েসকে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আফিফ হোসেন ধ্রুবকে নেয় রাজশাহী রয়্যালস। ঢাকা প্লাটুন নেয় এনামুল হক বিজয়কে। খুলনা টাইগার্স পছন্দ করে নেয় শফিউল ইসলামকে।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭