ইনসাইড বাংলাদেশ

ফখরুলের চিঠির জবাব দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/11/2019


Thumbnail

ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তির বিষয়ে জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী এর জবাব দেবেন। চিঠির জবাবের খসড়া ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সেটি চূড়ান্ত করা হবে।

প্রধানমন্ত্রী মনে করেন যে, গণতান্ত্রিক রাজনীতিতে যেকোনো রাজনৈতিক দল বা যেকোনো নাগরিকের সরকারের কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাওয়ার অধিকার আছে। সেই উত্তর প্রধানমন্ত্রী সবসময় দেবেন।

প্রধানমন্ত্রী এটাও মনে করে যে, জেনারেল জিয়া, এরশাদ এবং বেগম খালেদা জিয়া ৩১ বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তাদের আমলে বিভিন্ন দেশের সঙ্গে যে সব চুক্তি ও সমঝোতাগুলো হয়েছে, সেগুলো প্রকাশ করা হয়নি। কিন্তু আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ততবার তিনি বিদেশ থেকে ফিরে সংবাদ সম্মেলন করেছেন। সমস্ত তথ্য তিনি জনগণের সামনে উম্মোচন করেছেন। তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সব বিষয়গুলো জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে ভারত সফরের পরও তিনি এই কাজগুলো করেছেন। বিএনপি মহাসচিবের চিঠির জবাবও দেবেন প্রধানমন্ত্রী।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭