ইনসাইড গ্রাউন্ড

এবার মাঠেই সতীর্থকে পেটালেন শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/11/2019


Thumbnail

লর্ডসের অনার্স বোর্ডে তার নাম ভাসছে জ্বলজ্বল করে কিন্তু, শাহাদাত হোসেন রাজিব এখন শিরোনামে আসেন কখনো গৃহকর্মী পিটিয়ে কিংবা কখনো ভুল রাস্তায় গাড়ি চালিয়ে। তবে এবার ছাড়িয়ে গেছেন অতীতের সবকিছু। সতীর্থ ক্রিকেটার বল না ঘষে দেয়ায় মাঠেই গায়ে হাত তুলেছেন এই পেসার।

রোববার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের ম্যাচ চলাকালীন সতীর্থ মোহাম্মদ আরাফাত সানি জুনিয়রের গায়ে হাত তুলেন তিনি।

জানা যায়, শেখ আবু নাসের স্টেডিয়ামে বলের এক পিঠ ঘঁষে দেয়ার জন্য আরাফাতকে বলেন রাজিব। ২৪ বছর বয়সী এই স্পিনিং অলরাউন্ডার সেটা ঠিকঠাক করতে পারবেন না বলাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এরপরই চড় থাপ্পড় দিতে থাকেন আরাফাতকে।

একটি জাতীয় দৈনিকের সূত্র অনুযায়ী, ম্যাচ রেফারি আখতার আহমেদ ঘটনাটি স্বীকার করেছেন। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জানানো হয়েছে।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭