ইনসাইড গ্রাউন্ড

১৪০ বেগের পেসার না নেয়ায় নোটিশ পাবে ৪ দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/11/2019


Thumbnail

বঙ্গবন্ধু বিপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে গতকাল। প্রতিবারের মতো এবারের আসরে নেই সেরকম জাঁকজমক। এর কারণ এবারের আসরে বাঁধাধরা নিয়ম দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর নিয়ম না পালনের কারণে নোটিশ পেতে যাচ্ছে চারটি ফ্রাঞ্জাইজি।

বিসিবির সহ সভাপতি মাহবুব আনাম বলেন, ‘সবাই কিন্তু নিয়মের কোটা পূরণ করেনি। সবাইকেই কোটা পূরণ করতে হবে। ওভাবে তাদের নোটিশ দেয়া হবে। আমাদের দুটি শর্ত ছিল। এক হচ্ছে লেগস্পিনার প্রতি দলে নেয়া। আরেকটি হচ্ছে ১৪০ কিমি বেগ বা এর বেশি গতির কোনো পেসার দলে নেয়া। ১৪০ গতির পেসার তিনটি দল নিয়েছে। চারটি দল বাকি আছে।’

নিলামে অবিক্রিত থেকে গেছেন দেশি-বিদেশি অনেক ক্রিকেটার। ড্রাফটের অবশিষ্ট ক্রিকেটারদের মধ্য থেকে বাকি চারটি দলকে ১৪০ বেগের পেসার খুঁজে বের করার নির্দেশ দেবে বিসিবি।

মাহবুব আনাম আরও বলেন, ‘আপনারা দেখেছেন প্রতিটি দল কিছু খালি জায়গা রেখেছে যেন ওই কম্বিনেশন ওরা পূরণ করতে পারে। অবিক্রিত যে খেলোয়াড়ের তালিকা আছে সেখান থেকে তাদের নিতে হবে।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭