ইনসাইড গ্রাউন্ড

অবসরে টেস্টের সবচেয়ে বয়স্ক সেঞ্চুরিয়ান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/02/2017


Thumbnail

সর্বশেষ টেস্ট খেলেছেন সেই নভেম্বর মাসে। দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নেমে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন অ্যাডাম ভোজেস। সুস্থ হয়ে উঠলেও অস্ট্রেলিয়া দলের জার্সিতে দেখা যাবে না আর তাকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দ্বিতীয় সেরা টেস্ট গড়ের মালিক ভোজেস। শ্রীলংকার বিপক্ষে প্রাইম মিনিস্টার একাদশের হয়ে শেষবারের মত মাঠে নামছেন তিনি।

ভোজেস বলেন, ”এটাই হতে যাচ্ছে শেষ ম্যাচ। আমি আসলে এই ম্যাচ খেলেই অবসর নিতে চাচ্ছি। অস্ট্রেলিয়ার হয়ে কাটিয়েছি স্বপ্নের মত কয়েকটি বছর । সেখানে কাটানো প্রত্যেকটি মিনিট আমার জন্য বিশেষ কিছু। আমি আরেকবার আন্তর্জাতিক দলগুলোর বিপক্ষে খেলার অপেক্ষায় ছিলাম। সুযোগটি পেয়েছি এবং লুফে নিয়েছি।”

অস্ট্রেলিয়ার হয়ে দুই বছর মাঠ মাতিয়েছেন ভোজেস। গড়েছেন সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার হিসেবে শতক করার রেকর্ড। স্যার ডন ব্রাডমানের পরে টেস্ট ক্রিকেট সবচেয়ে বেশি রানের গড়ও তার।

বাংলা ইনসাইডার/আইএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭