ইনসাইড গ্রাউন্ড

মূল্যহীন ম্যাচে আর্জেন্টিনাকে হারায় না ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/11/2019


Thumbnail

কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। পরাজয় এতটাই তীব্র ছিল যে ম্যাচ শেষে উদ্ভট মন্তব্য করা লিওনেল মেসি পড়েন নিষেধাজ্ঞার মুখে। তবে সেই পরাজয়ের ক্ষত কমেছে সর্বশেষ খেলা সুপার ক্ল্যসিকোতে। মেসির একমাত্র গোলে ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা।

এ পরাজয়কে বড় করে দেখতে চান না ব্রাজিলের তারকা ডিফেন্ডার এবং মেসির সাবেক সতীর্থ দানি আলভেজ। তার মতে মূল্যহীন প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে হারায় না ব্রাজিল। একই সঙ্গে তিনি এটিও মনে করিয়ে দেন যে মুখোমুখি পরিসংখ্যানে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে সেলেসাওরা।

শুক্রবারের ম্যাচের ব্যাপারে আলভেজ বলেন, ‘যেভাবে ম্যাচটা হলো, তা সত্যিই হতাশাজনক। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি এবং দল গোছানোর ক্ষেত্রে আরও উন্নতি করতে হবে। তবে মনে রাখুন, আমরা কিন্তু আর্জেন্টিনার সঙ্গে হারার চেয়ে বেশি জিতি। বিশেষ করে ম্যাচটা যখন মূল্যবার হয়। মূল্যহীন (প্রীতি ম্যাচ) ম্যাচে আমরা অতো গুরুত্ব দেই না।’

তবে আলভেজের পরিসংখ্যানে খানিকটা ভুল রয়েছে। সর্বশেষ প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে গিয়েছে মেসিরা। দুই দল মুখোমুখি হয়েছে ১০২টি ম্যাচে। যেখানে আর্জেন্টিনার জয় ৩৯ ম্যাচে, ড্র হয়েছে ২৫টি ম্যাচ ও ব্রাজিল জিতেছে বাকি ৩৮টিতে।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭