ইনসাইড গ্রাউন্ড

মাশরাফির দল বদল বিপিএল নিয়মের পরিপন্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/11/2019


Thumbnail

রবিবার (১৭ নভেম্বর) আসন্ন বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। ড্রাফটে ওয়ানডে অধিনায়ক মাশারাফি বিন মুর্তজাকে দলে ভিডিয়েছে ঢাকা প্লাটুন। তবে মাশরাফির এই দল বদল বিপিএলের নিয়মের পরিপন্থী।

বিপিএলের সপ্তম আসরে অংশ নিচ্ছে সাতটি দল। এই সাতটি দলের কাছে সুযোগ ছিল ‘এ’ প্লাস তালিকায় থাকা মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ কে দলে টানার। এই  ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা।

নিলামের শুরুতেই এই তালিকায় তামিম, মুশফিক ও  মাহমুদউল্লাহ রিয়াদকে যথাক্রমে দলে টানে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা। ‘এ’ প্লাস ক্যাটাগরিতে অবিক্রীত থেকে যান মাশরাফি বিন মুর্তজা।

মোট নয় দফা নিলামে মাশরাফি নাম উঠলেও রাজশাহী, সিলেট, কুমিল্লা ও রংপুর কেউই কিনতে আগ্রহ প্রকাশ করেনি। শেষমেশ নিলামের দশম রাউন্ডে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে তামিমের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মাশরাফিকে দলে টানে ঢাকা।

বাইলজ অনুসারে ‘এ’ প্লাস ক্যাটাগরির একাধিক ক্রিকেটারকে দলে নেয়ার সুযোগ নেই। কিন্তু তামিম ইকবালের পর মাশরাফিকে ঢাকা প্লাটুন দলভুক্ত করায় বিতর্ক ছড়াচ্ছে।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭